Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
অপরাধ
শপিং ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
 SUNNEWSBD.COM
 Publish: 06-Dec-2024

শপিং ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥অপরাধ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে শপিং ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ রজব আলী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার চুনারুঘাট উপজেলার বাগারুক গ্রামের মৃত ইয়াকুব উল্লার ছেলে

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই হীরক চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে উপজেলার অলিপুর সিটিপার্ক এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রজব আলী গ্রেপ্তার হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত