Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
বিনোদন
ঢাকায় কনসার্টে গান গাইবেন রাহাত ফতেহ আলী, টিকেট মিলবে যে দামে!
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

ঢাকায় কনসার্টে গান গাইবেন রাহাত ফতেহ আলী, টিকেট মিলবে যে দামে!



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে সর্বোচ্চ ১০ হাজার টাকায় ভিআইপি ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া, সাড়ে চার হাজার ও আড়াই হাজার টাকায়ও টিকিট মিলছে।

২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা।

কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে। আয়োজকেরা জানান, এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।

রাহাত ফতেহ আলীর গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত