Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
খেলা
জমে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

জমে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই



সাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ শেষ মুহূর্তে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ফাইনালের জন্য শক্তিশালী দাবিদার হয়ে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দৌড়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করে প্রোটিয়ারা অবশ্য এগিয়েই আছে। সেন্ট জর্জেস টেস্টে ১০৯ রানের দাপুটে জয় পেয়েছে তারা।

১০ ম্যাচে ৬ জয় ৩ হার ও ১ ড্রয়ে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬০.৭১ শতাংশ। ১৪ ম্যাচের ৯টিতে জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অসিরা। হার ৪, ড্র ১। ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। রোহিত শর্মার দলও জিতেছে সমান ৯ ম্যাচে, তবে তারা খেলেছে সর্বোচ্চ ১৬ ম্যাচ। হার ৬ ড্র ১।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে দক্ষিণ আফ্রিকার শেষ সিরিজ পাকিস্তানের বিপক্ষে। আগামী ২৬ ডিসেম্বর ঘরের মাঠে শুরু হতে যাওয়া সেই সিরিজে পাকিস্তানকে একটি ম্যাচে হারাতে পারলেই লর্ডসে আগামী বছরের ফাইনালে জায়গা করে নেবে প্রোটিয়ারা।

সোমবার সেন্ট জর্জেস টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য পাঁচ উইকেট প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কেশভ মহারাজের ঘূর্ণিতে সফরকারি শ্রীলঙ্কা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ৩৪৮ রান তাড়ায় নেমে গুটিয়ে যায় ২৩৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

ক্যারিয়ারের ১১তম ফাইফারের দেখা পাওয়া মহারাজ ৭৬ রানে নেন ৫ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসনের শিকার দুটি করে উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট সাত উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্যাটারসন। দুই ম্যাচে ৩২৭ রান করে সিরিজ-সেরা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির ১-১ এ চলমান সিরিজে ৩ টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের একটি অ্যাওয়ে সিরিজ অপেক্ষা করছে তাদের জন্য। বলা চলে, ফাইনালের পথে অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই টিকে আছে।

অস্ট্রেলিয়া যদি এই সিরিজে জয় পেয়ে যায়, তবে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ৩-২ কিংবা ৪-১ ব্যবধানে জিতলেই তাদের জন্য সমীকরণের জটিলতা শেষ। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজ ২-২ সমতায় শেষ হলে শ্রীলঙ্কার বিপক্ষে ১ জয় দরকার হবে তাদের। আর ৩-২ ব্যবধানে হেরে গেলে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচেই জয় দরকার হবে।

কিন্তু বিপাকে পড়েছে ভারত। তাদেরকে নিজেদের পরের তিন ম্যাচে জয় পেতেই হবে। অন্যথায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তাদেরকে পড়তে হবে গাণিতিক সমীকরণের সামনে। যেটা প্রায় অসম্ভবেরই কাছাকাছি। ভারত যদি বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের তিন ম্যাচেই জয় পায় তবে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৩ দশমিক ১৫। যা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট।

আগেই উল্লেখ করা হয়েছে পাকিস্তান সিরিজে একটি ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের তিন ম্যাচ । ১ ম্যাচ হারলেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের অপেক্ষা করবে রোহিত শর্মার দল ৩-২ কিংবা ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল অনেকটাই নিশ্চিত।

তবে যদি অন্তত ১ ম্যাচেও হেরে যায় তবে তাদের শতাংশ নেমে যাবে ৫৭ দশমিক ৮৯-এ। যেখান থেকে ফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান সিরিজের দুই ম্যাচেই হারতে হবে। সেইসঙ্গে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচেই জয় পেতে হবে। সেই সিরিজে অবশ্য শ্রীলঙ্কা ১ ম্যাচ জিতলে বা ড্র করলেও ভারত লর্ডসের ফাইনালে টিকিট পেতে পারে।

তবে বর্তমান অবস্থা বিবেচনায় রোহিত শর্মার দলের জন্য সেটা বেশ কঠিনই হতে চলেছে। ৩ মাস আগেও যে দলটা ফাইনালের জন্য ছিল সবার চেয়ে ফেবারিট, তারাই এখন আকস্মিক এই বিদায়ের সামনে দাঁড়িয়ে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত