Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 8th September 2024
সারা বাংলা খুলনা যশোর
বেনাপোল সীমান্তে ১ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার
 SUNNEWSBD.COM
 Publish: 10-Nov-2018

বেনাপোল সীমান্তে ১ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার

সাননিউজবিডি ডটকম ডেস্ক: যশোরের বেনাপোলের খলশী সীমান্ত থেকে ১ কেজি ওজনের ৫০ লাখ টাকা মূল্যমানের এক পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে স্বর্ণ পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি সদস্যরা জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোলের খলশী সীমান্ত পথে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দুপুর ১২টায় খলশী স্কুলের পাশে একটি ধান ক্ষেতে অবস্থান নেন।

এ সময় ওই স্বর্ণপাচারকারী স্বর্ণ নিয়ে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে ধাওয়া দেওয়া হয়। বিজিবির ধাওয়া খেয়ে ওই স্বর্ণপাচারকারী স্বর্ণের বারটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ১ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ স্বর্ণের বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ