Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
ওপার বাংলা
বয়স্কদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেবে ভারত সরকার
 SUNNEWSBD.COM
 Publish: 28-Jun-2024

বয়স্কদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেবে ভারত সরকার



সাননিউজবিডি ডটকম ডেস্ক॥ওপার বাংলা॥ প্রত্যেক ভারতীয় নাগরিক যাদের বয়স ৭০ বছরের বেশি তাদেরকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মুর্মু আরও বলেন, দেশে ২৫০০০টি জন ঔষুধী কেন্দ্র খোলার কাজও দ্রুত গতিতে চলছে।

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের ( এবি- পিএমকেএওয়াই) এর অধীনে ৫৫ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

এবি- পিএমকেএওয়াই বিশ্বের সবচেয়ে বড় পাবলিক অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্পটির অধীনে দরিদ্র পরিবারগুলো ৫ লাখ পর্যন্ত রুপি বিনামূল্যে চিকিৎসার জন্য দেয়া হচ্ছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ