Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
আন্তর্জাতিক
অক্সফোর্ড চ্যান্সেলর হতে পারলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
 SUNNEWSBD.COM
 Publish: 17-Oct-2024

অক্সফোর্ড চ্যান্সেলর হতে পারলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য প্রার্থীদের তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম অন্তর্ভুক্ত করেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূতটি জানিয়েছে, ‘৪০ জনের বেশি প্রার্থী ওই পদের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৩৮ জন অনুমোদন পেয়েছেন। যাদেরকে বাদ দেয়া হয়েছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বর্জননীতি অনুযায়ী বাদ দেয়া হয়েছে। এই নির্বাচনে ভোট দেয়ার জন্য ২৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ইমরান খানকে তার রাজনৈতিক ভূমিকাসহ বেশ কয়েকটি কারণে নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’

পরবর্তী চ্যান্সেলর হতে ইচ্ছুক বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক রক্ষণশীল নেতা লর্ড উইলিয়াম হেগ, লেডি ইলিশ অ্যাঞ্জিওলিনি, লেবার গ্র্যান্ডি লর্ড পিটার ম্যান্ডেলসন, সাবেক টোরি বিশ্ববিদ্যালয় মন্ত্রী লর্ড ডেভিড উইলেটস, সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান ইমরান খান, ড. মার্গারেট কেসলি-হেফোর্ড এবং সাবেক রক্ষণশীল অ্যাটর্নি। জেনারেল ডমিনিক গ্রিভ শীর্ষ পাঁচজন সুপরিচিত ব্যক্তিত্বের মধ্যে শুধুমাত্র ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সূত্র : দি নিউজ





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ