Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
আন্তর্জাতিক
রিপাবলিকান শিবিরে সর্বোচ্চ দাতা ধনকুবের ইলন মাস্ক দিলেন সাড়ে ৭ কোটি ডলার
 SUNNEWSBD.COM
 Publish: 17-Oct-2024

রিপাবলিকান শিবিরে সর্বোচ্চ দাতা ধনকুবের ইলন মাস্ক দিলেন সাড়ে ৭ কোটি ডলার



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের জন্য প্রায় সাড়ে সাত কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। গত মঙ্গলবার প্রকাশিত রাষ্ট্রীয় নথিপত্রে দেখা যায়, গত তিন মাসে ট্রাম্পপন্থী ‘ব্যয় গোষ্ঠীকে’ (স্পেন্ডিং গ্রুপ) এই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর মাসে ‘আমেরিকা পিএসি’ প্রায় সাত কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে। এই প্রতিষ্ঠানটি ট্রাম্পের প্রচারণায় সমর্থনের জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মিলে গঠন করেছেন ইলন মাস্ক। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে ভোটারদের নিজেদের দিকে টানতে কাজ করে থাকে আমেরিকা পিএসি।

ট্রাম্পপন্থী অন্য যেকোনও সুপার পিএসি (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) থেকে বহুগুণ বেশি অনুদান দিয়েছে আমেরিকা পিএসি। ফলে, মার্কিন নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক ও ট্রাম্পের মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন টেসলা ও স্পেস এক্সের মালিক। আগের নির্বাচনগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছিলেন বলে দাবি করেছেন মাস্ক। তবে এবার পুরো ১৮০ ডিগ্রি ঘুরে রক্ষণশীলদের সঙ্গে হাত মেলালেন। জুলাইতে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন মাস্ক। চলতি মাসে পেনসিলভিনিয়াতে রিপাবলিকান প্রার্থীর জনসভাতেও উপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বুধবার মাস্ক বলেছেন, পেনসিলভিনিয়া জুড়ে বেশ কিছু আলোচনার আয়োজন করবেন তিনি। আলোচনায় অংশগ্রহণের জন্য আমেরিকা পিএসি’র ওয়েবসাইটে কেবল একটা পিটিশনে সাক্ষর করতে হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পেনসিলভিনিয়াতে ট্রাম্পের পক্ষে আরও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে মাস্কের। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প, উভয়ের জন্যই পেনসিলভিনিয়া একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। আমেরিকা পিএসিতে অনুদানের মধ্য দিয়ে রিপাবলিকানদের একজন ‘মেগা ডোনার’ হিসেবে নাম লেখালেন ইলন মাস্ক। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন ‘ব্যাংকিং উত্তরাধিকার’ টিমোথি মেলন ও ক্যাসিনো ব্যবসার ধনকুবের মিরিয়াম অ্যাডেলসন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ