Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
আন্তর্জাতিক
ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলো ডেনমার্ক
 SUNNEWSBD.COM
 Publish: 08-Dec-2024

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলো ডেনমার্ক

সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাতের জন্য ফ্রান্সের প্যারিস সফর করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক।

টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি ডেনমার্কের প্রশংসা করেন এবং অন্যান্য মিত্রদের কাছ থেকে এরকম সহায়তার অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ডেনিশদের সরবরাহ করা বিমানগুলোর প্রথম ব্যাচটি ইতিমধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে নামিয়ে আনছে। এটি আমাদের জনগণ এবং আমাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে। আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরো মজবুত হয়েছে। যদি সব অংশীদার এমন দৃঢ়প্রতিজ্ঞ হতো, তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম।’

শুক্রবার রুশ হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে নিহত হয় ১০ জন। তাদের স্মরণে একদিনের শোক পালনের সময় এই ঘোষণা এলো। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, স্থানীয় একটি সার্ভিস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দু’শিশুসহ আরো ২৪ জন আহত হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ, একইদিনে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে বিমান হামলায় আরো তিনজন নিহত হবার খবর জানিয়েছে।

হামলার পরে জেলেনস্কি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চান না। তিনি কেবল বোমা, ক্ষেপণাস্ত্র, সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে তার ক্ষমতা দেখাতে চান। একমাত্র শক্তির জোরেই আমরা এর মোকাবিলা করতে পারি। আর শক্তির মাধ্যমেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’

২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়। এটির সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসে এক অনুষ্ঠানে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতারা রাশিয়ার গত তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী। অবশ্য ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কিনা তা জানা যায়নি।

সূত্র : ভিওএ





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত