Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
আন্তর্জাতিক
ফের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

কলকাতা দখল করতে ঢাকা থেকে রওনা দিয়েছে তিন লাখ হাতে টানা রিকশা!



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ফের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি ব্যঙ্গ করে বলেছেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ করে বলেছেন, আরে, ওদের আছেটা কী? আমাদের রাফাল রাখা আছে হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতীয় বিমানঘাঁটি)।

এ ছাড়া গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও কড়া ভাষায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আপনারা বলছেন যে আপনারা (বাংলা, বিহার, ওড়িশা) দখল করে নেবেন। সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে-বসে ললিপপ খাবো নাকি? সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড। সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই।’

এর আগে গত রোববার বিজেপি নেতা শুভেন্দু বলেছেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত