Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
ইসলামী জগৎ
রমজান উপলক্ষে ৫০০টি নিত্য পণ্যের দাম কমিয়েছে কাতার
 SUNNEWSBD.COM
 Publish: 29-Apr-2019

রমজান উপলক্ষে ৫০০টি নিত্য পণ্যের দাম কমিয়েছে কাতার







আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ৫০০টি পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এমন নির্দেশনা গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এসব পণ্যের দাম রমজানের শেষ পর্যন্ত কম থাকবে।

দাম কমানো পণ্যের মধ্যে রয়েছে আটা, চিনি, চাল, পাস্তা, হরি, তেল, দুধ, এবং অন্যান্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেগুলোর চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দামে এসব পণ্য সরবরাহের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। খবর গালফ টাইমসের।

এসব পণ্যের নির্দিষ্ট মূল্যের তালিকা দেশটির প্রধান প্রধান সুপার শপগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

প্রতি বছরই রমজানের পূর্বে নিত্যপণ্যের দাম কমায় কাতার সরকার। এছাড়া ইফতার ও সেহরিতে বিশেষ খাবারের ব্যবস্থা করে দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে ব্যবসায়ীরাও দাম সহনীয় পর্যায়ে রাখতে এগিয়ে আসেন।

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৯





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ