Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
জাতীয়
২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন
 SUNNEWSBD.COM
 Publish: 28-Jun-2024

২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ আগামী ২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশন (ইসি) ওইসব পদে নির্বাচনের তফসিল দিয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই। আর ভোটগ্রহণ ২৭ জুলাই। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ