Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
জাতীয়
৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ : ২০৬৪ জনকে নিয়োগ
 SUNNEWSBD.COM
 Publish: 15-Oct-2024

৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ : ২০৬৪ জনকে নিয়োগ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ ৪৩তম বিসিএসের গেজেট জারি করা হয়েছে। সেখানে আগে সুপারিশ করা ২ হাজার ৮০৫ জন থেকে ৭৪১ জন বাদ পড়েছেন। অর্থাৎ ২ হাজার ৬৪ জন নিয়োগ পাচ্ছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাধারণত পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নিয়োগের সুপারিশের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নানা ধরনের তথ্য যাচাই করা হয়। সব তথ্য পাওয়ার পর মন্ত্রণালয় তাদের নিয়োগের সুপারিশ করে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। সিদ্ধান্ত অনুসারে, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সেই হিসাবে প্রায় চার বছর পর নিয়োগপ্রক্রিয়া শেষ হলো।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ