Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
জাতীয়
এখন থেকে দুই ঈদে ১১ ও দুর্গাপূজায় ২ দিনের ছুটি
 SUNNEWSBD.COM
 Publish: 17-Oct-2024

এখন থেকে দুই ঈদে ১১ ও দুর্গাপূজায় ২ দিনের ছুটি



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন এবং হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণ ছুটি বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ঈদ ও পূজার ছুটির বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।



এদিকে, ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (০৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৬ দিন। যা ২০২৪ খ্রিষ্টাব্দের অনুমোদিত মোট ছুটি (২ দিনের সাপ্তাহিক তুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২ দিন।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ