Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
জাতীয়
২ দিনে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা
 SUNNEWSBD.COM
 Publish: 15-Oct-2024

২ দিনে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ দুই দিনে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। ফলে দেশের বাজারে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বেনাপোলসহ আশপাশের বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।

ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচ দিন। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরো ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আজই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরো কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ